বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ৮২ মেট্রিক টন তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভারতে পাঠানো হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর চাহিদা মেটাতে বুধবার (৮ জুন) দুপুরে পাঁচটি ট্যাংকলরিতে এসব গ্যাস ইন্ডিয়ান অয়েল করপোরেশনের অধীনে ত্রিপুরা রাজ্যের বিশালগড়ের প্লান্টে সরবরাহ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার দুটি ট্যাংকারে করে আরও ৩৩ টন এলপিজি ত্রিপুরায় পাঠানো হয়। এই নিয়ে দুই দফায় ১১৫ মেট্রিক টন গ্যাস বাংলাদেশ থেকে ত্রিপুরায় পৌঁছেছে।
বাংলাদেশ-ভারতের সমঝোতা চুক্তির আওতায় ওই গ্যাস ভারতে রফতানি করে বাংলাদেশের ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মৌ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মহসিন আহমেদ সরকার জানান, বাংলাদেশের তিনটি গ্যাস কোম্পানি ভারতে ৫০ হাজার টন করে এলপিজি রফতানি করবে।
তিনি জানান, চুক্তি অনুযায়ী ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ভারতের ত্রিপুরায় ৪৯ হাজার ২৫৬ মেট্রিক টন এলপিজি ভারতের ত্রিপুরা রাজ্যে সরবরাহ করবে। এগুলোর সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আনিছুল হক ভূঁইয়া জানান, এসব গ্যাস টনপ্রতি ৯৭৭.৫৪ ডলারে ভারতে রফতানি হচ্ছে। বুধবার দুপুরে পাঁচ ট্যাংকারে করে ৮২ টন এলপিজি গ্যাস ভারতে রফতানি হয়। এগুলো সৌদি আরব, কাতার থেকে আমদানি করে বাংলাদেশ পরিশোধন করে ভারতে রপ্তানি করছে। ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোতে গ্যাস পৌঁছে দিতে পরিবহন খরচ অনেক বেশি পড়ায় বাংলাদেশের কাছ থেকে গ্যাস নেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত।
Leave a Reply