শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে লাখ লাখ রুপি পাওয়া গেছে বলে দাবি করেছেন দেশটির সরকারবিরোধী আন্দোলনকারীরা। রোববার(১০ জুলাই) স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে শুক্রবার ( ০৮ জুলাই) নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরদিন ওই ভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা করা একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা খুঁজে পাওয়া মুদ্রার নোটগুলো গণনা করছে। উদ্ধারকৃত অর্থ নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
মনে করা হচ্ছে, শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজে করে প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি বুধবার পদত্যাগ করবেন বলেও জানা গেছে। শ্রীলঙ্কার সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্ধেনা এ তথ্য জানিয়েছেন।
Leave a Reply