স্যামসন এইচ চৌধুরী। দেশ স্বাধীন হবার পর যারা এ দেশে শিল্প বিপ্লব ঘটাতে উদ্যোগী হয়েছিলেন, তাঁদের অন্যতম একজন। বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান “স্কয়ার” এর তিনি প্রতিষ্ঠাতা। এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে, এ দেশের প্রায় এক লক্ষ মানুষ সরাসরি কর্মরত। এই গ্রুপের বিভিন্ন প্রডাক্ট এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও কয়েক লক্ষ মানুষের জীবিকা। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ছিলেন এই শিল্প গ্রুপের প্রধান। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাঁর বড় ছেলে স্যামুয়েল স্বপন চৌধুরী ভারতের আশ্রয়কেন্দ্রে কাজ করেছেন। দ্বিতীয় ছেলে তপন চৌধুরী দেশের অভ্যন্তরে থেকে মুক্তিযোদ্ধাদের খাদ্য, ওষুধ এবং অন্যান্য সাহায্য জুগিয়েছেন। ছোট ছেলে অঞ্জন চৌধুরী রণক্ষেত্রে যুদ্ধ করেছেন। ১৯৩০ সালে তাঁর বাবা পাবনায় বদলী হন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের পর, পাবনার আতাইকুলা এলাকায় একটি ছোট্ট ঔষধের দোকান দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৫৭ সালে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি পাবনায় একটি ঔষধ কারখানা স্থাপনের লাইসেন্স পান। আরও তিন বন্ধুর সঙ্গে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস। তারপর কঠিন শ্রমে, এখনকার স্কয়ার গ্রুপ পর্যন্ত গড়ে তোলা যেন এক রূপকথার গল্প। পেয়েছেন একুশে পদক। আমেরিকান চেম্বার এন্ড কমার্স থেকে ১৯৯৮ সালে পেয়েছেন বিজনেস এক্সিকিউটিভ অব দ্য ইয়ার পদক সহ আরও নানান পুরস্কার ও সম্মাননা। আজ তাঁর জন্মদিন। ১৯২৫ সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন স্যামসন এইচ চৌধুরী। দেশ গড়ার এই মহান কারিগরের প্রতি জন্মদিনের শুভেচ্ছা এবং শ্রদ্ধা।
Leave a Reply