যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ‘প্রধান হুমকি’ হিসেবে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার দেশটির নৌবাহিনী দিবসে তিনি এই মন্তব্য করেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, নৌবাহিনী দিবসে প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রকে প্রধান হুমকি হিসেবে উল্লেখ করে রুশ নৌবাহিনীর বৈশ্বিক লক্ষ্য নির্ধারণ করেন। এই লক্ষ্যবস্তুর কেন্দ্রে রয়েছে উত্তর মহাসাগর (আর্কটিক) এবং কৃষ্ণসাগর।
রাশিয়ার পূর্বেকার রাজধানী সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবসের বক্তৃতায় শক্তিশালী নৌশক্তি গড়ে তোলায় পুতিন আধুনিক রাশিয়ার রূপকার পিটার দ্য গ্রেটের প্রশংসা করেন। মহড়া পর্যবেক্ষণের পর সংক্ষিপ্ত বক্তব্যে পুতিন জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল নিয়ে কথা বলেন। তিনি বলেন, সম্ভাব্য যেকোনো আগ্রাসকদের পরাজিত করার মতো শক্তি রাশিয়ার আছে।
বক্তব্যের পূর্বে রুশ প্রেসিডেন্ট ৫৫ পৃষ্ঠার নৌবাহিনী নীতিমালায় স্বাক্ষর করেন। এতে বিশ্বজুড়ে শক্তিশালী নৌ ক্ষমতা অর্জনের লক্ষ্য রয়েছে।
বক্তব্যে পুতিন ইউক্রেনের সংঘাত নিয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি। তবে কৃষ্ণসাগর এবং আজভসাগরে রাশিয়ার ভূরাজনৈতিক অবস্থান শক্তিশালী করার কথা বলেন তিনি। রাশিয়ার ৩৭ হাজার ৬৫০ কিলোমিটারের সমুদ্রসীমা রয়েছে।
Leave a Reply