1. admin@bomkesh.news : অ্যাডমিন :
সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৪২ পূর্বাহ্ন

যুদ্ধের মধ্যেই হজে গেলেন পুতিনের সেই শীর্ষ কমান্ডার

  • আপডেট সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১২০ বার পঠিত

সৌদি আরবে হজ পালনের জন্য গিয়েছেন ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর অন্যতম কমান্ডার ও রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের মুসলিম অধ্যুষিত প্রদেশ চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ। শুক্রবার (৮ জুলাই) তিনি সৌদি আরবের বন্দর শহর জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দরে নামেন।

রমজান কাদিরভ বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মক্কার রাজকীয় প্রোটোকল দফতরের মহাপরিচালক আহমেদ আবদুল্লাহ বিন ধাফের। এ সময় উপস্থিত ছিলেন সৌদি প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।

কাদিরভ সৌদি আরবে গিয়েছেন বৃহস্পতিবার। এরপর মদিনায় অবস্থান করছিলেন তিনি। শুক্রবার ভোরে মসজিদে নববিতে ফজরের নামাজ আদায়ের পর মহানবী (সা.)-এর কবর জিয়ারত করেন তিনি। তারপর জেদ্দাগামী ফ্লাইটে ওঠেন।
মদিনায় পৌঁছানোর পর তাকে সেখানে স্বাগত জানান সৌদি সরকারের জনসংযোগ ও ইনস্টিটিউশনাল কমিউনিকেশন দফতরের আন্ডারসেক্রেটারি জামান বিন আবদুল্লাহ আল আসিরি, মসজিদে নববির নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনীর প্রধান কর্নেল মুতাইব আল বাদরানি ও অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Bomkesh.News
Theme Customized By Shakil IT Park