চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর কার্যক্রম উদ্বোধন করা হবে। বুধবার দুপুর ১টায় রাজশাহী রেলওয়ে (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১ জুন এবং পরে ৮ জুন ট্রেনটি চালুর সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছিল।
অসীম কুমার তালুকদার বলেন, রেলওয়ের পক্ষ থেকে আমরা আম ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছিলাম। তারা আমাদের জুন মাসের প্রথম সপ্তাহে ম্যাংগো ট্রেনটি চালু করার জন্য বলেছিলেন।আমরা মন্ত্রণালয়ে তা প্রস্তাব করেছিলাম। কিন্তু কিছু কাজ বাকি থাকায় ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। ১৩ জুন থেকে এ ট্রেন চলাচল করবে।
রেল বিভাগের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২০২০ খ্রিষ্টাব্দের ৫ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন প্রথম উদ্বোধন করা হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।
Leave a Reply