মস্কোর ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার কাছ থেকে ৩০ শতাংশ মূল্যছাড়ে কয়লা কেনা বাড়িয়েছে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি বাণিজ্যিক কোম্পানির বরাত দিয়ে ও হাতে পাওয়া সরকারি ডেটা পর্যালোচনা করে বার্তা সংস্থা রয়টার্স শনিবার (১৮ জুন) এমন তথ্য প্রকাশ করে।
রাশিয়া, ইউক্রেন আগ্রাসনের কারণে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। গত এপ্রিলে ইউরোপীয় ইউনিয়ন কয়লা রপ্তানির ওপরে নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করেছিল রাশিয়াকে। তবে ভারত রাশিয়ার নিন্দা করা থেকে বিরত থেকেছে।
ভারত রাশিয়া থেকে তেল কেনাও অনেক বাড়িয়ে দিয়েছে। গত বুধবার পর্যন্ত ২০ দিনে দেশটি গত বছরের তুলনায় ৩১ গুণ বেশি তেল কিনেছে। অর্থের হিসাবে যা ২০২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি।
এ বিষয়ে জানতে শনিবার রয়টার্স থেকে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রাশিয়ার ব্যবসায়ীরা পণ্যের মূল্য পরিশোধের বিষয়ে অনেক উদার এখন। তারা ভারতীয় রুপি ও সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামে মূল্য পরিশোধের সুযোগ দিয়েছে। তারা যে ছাড় দিচ্ছে সেটাও খুবই আকর্ষণীয়। ফলে রাশিয়া থেকে কয়লা আমদানি অব্যাহত থাকবে।
Leave a Reply