মাঙ্কিপক্স নিয়ে গতকাল শনিবার বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, গত বৃহস্পতিবার ডব্লিউএইচওর বিশেষজ্ঞ কমিটির বৈঠকের পর এ ঘোষণা এসেছে।
২০০৯ সালের পর এ নিয়ে সপ্তমবারের মতো জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সর্বশেষ জরুরি সতর্কতা হয়েছিল ২০২০ সালে কোভিড-১৯ নিয়ে।
ডব্লিউএইচওর মহাপরিচালক ড. তেদরোস আধানম গেব্রিয়াসিস বলেছেন, এ পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স। ১৬ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। মাঙ্কিপক্সে মৃত্যু হয়েছে পাঁচজনের। এটি বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
মাঙ্কিপক্স ভাইরাসের মাধ্যমে ছড়ানো একটি রোগ। মধ্য ও পশ্চিম আফ্রিকায় মাঙ্কিপক্স সবচেয়ে বেশি দেখা যায়। তবে গত ৭ মে যুক্তরাজ্যে প্রথম মাঙ্কিপক্স ধরা পড়ে। মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোনো টিকা এখনো আবিষ্কৃত হয়নি।
Leave a Reply