নিজেদের মহাকাশ স্টেশনের কাজ সমাপ্ত করতে তিন নভোচারীকে পাঠিয়েছে চীন। ৬ মাস মহাকাশ স্টেশনটিতে নির্মাণ কাজ করবেন তারা। রোববার (৫ জুন) চীনের মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মহাকাশচারীরা স্থানীয় সময় সকাল ১০টা ৪৪ মিনিটে শেনঝো-১৪ মহাকাশযানে যাত্রা করেন। উত্তর পূর্বাঞ্চলীয় গানঝু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি পাঠানো হয়।
দলটি ডিসেম্বরে পৃথিবীতে ফিরে আসার আগে ছয় মাস তিয়ানগং স্পেস স্টেশনের তিয়ানহে কোর মডিউলে থাকার পাশাপাশি কাজ করবে। তিয়ানগং মানে স্বর্গীয় প্রাসাদ।
তিন নভোচারীদের মধ্যে রয়েছেন চেন ডং, লিউ ইয়াং ও কাই জুজে। তারা উৎক্ষেপণের প্রায় ৬.৫ ঘণ্টা পরে মহাকাশ স্টেশনে পৌঁছাবেন বলে আশা করা হয়।
২০২১ সালের এপ্রিলে তিন মডিউলের মহাকাশ স্টেশন নির্মাণ শুরু করে চীন। ওই সময় প্রথম পাঠানো হয় সবচেয়ে বড় মডিউল তিয়ানহে। একটি মেট্রো বাসের চেয়ে সামান্য বড় তিয়ানহে স্টেশন নির্মাণ শেষে মহাকাশচারীদের বাসস্থান হিসেবে ব্যবহার হবে।
Leave a Reply