জাপানের বিখ্যাত মিতসুবিশি ইলেকট্রিক কোম্পানি বাংলাদেশে প্রতিরক্ষা পণ্য বিক্রি করতে চায়। এজন্য সম্প্রতি বাংলাদেশের আগ্রহ বোঝার জন্য তাদের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে।
মঙ্গলবার (৭ জুন) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এ বিষয়ে বলেন, ‘সম্প্রতি জাপানের একটি কোম্পানি প্রতিরক্ষা সংক্রান্ত পণ্য রফতানির জন্য বাংলাদেশে সফর করেছে।’
তিনি বলেন, ‘এটি একটি নতুন সহযোগিতার ক্ষেত্র হতে পারে। কারণ বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রতিরক্ষা পণ্য সংগ্রহের উৎস বহুমুখীকরণ করবে।‘
বাংলাদেশের মিলিটারির আগ্রহ অনুধাবনের জন্য জাপানের কোম্পানি এসেছিল জানিয়ে তিনি আরও বলেন, ‘তারা এখানে রাডারসহ অন্যান্য পণ্য বিক্রি করতে চায়। আমি আশা করি দু’পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।’
রাষ্ট্রদূত বলেন, ‘এটি অনেকের জন্য অজানা থাকতে পারে। তবে সম্প্রতি জাপান প্রতিরক্ষা পণ্য রফতানির ক্ষেত্রে আইন শিথিল করেছে। এরফলে জাপানের কোম্পানিগুলো এশিয়ার কিছু দেশে প্রতিরক্ষা পণ্য রফতানি করেছে। ইতোমধ্যে এ বিষয়ে ভিয়েতনাম, ফিলিপাইনসহ আসিয়ানভুক্ত অন্যান্য দেশগুলোর সঙ্গে জাপানের একটি ব্যবস্থা আছে।’
Leave a Reply