দেশের প্রথম নারী অর্থসচিব বগুড়ার সন্তান।
নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন।
জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিনিয়র সচিব পদে নিয়োগ প্রদান তরা হয়েছে। যা একজন বিসিএস ক্যাডারের সর্বোচ্চ সম্মানজনক পদ। তার এ পদোন্নতিতে আমরা বগুড়াবাসী অত্যন্ত গর্বিত।
ফাতিমা ইয়াসমিন দেশের প্রথম নারী অর্থসচিব। দেশের প্রথম নারী ইআরডি সচিবও তিনি। তিনি ১৯৯১ সালে বিসিএস নবম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ফাতিমা ইয়াসমিন ইআরডি সচিব হওয়ার আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি এবং The Australian National University (ANU) থেকে Development Economics-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের Rutgers University হতে পাবলিক পলিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরের Hubert. H Humphrey ফেলোশীপ সফলভাবে সম্পন্ন করেন। এছাড়াও তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে Leading Successful প্রোগ্রামের উপর এক্সিকিউটিভ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছেন।
তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।
Leave a Reply