টানা দ্বিতীয় বছরের মতো প্রবাসীদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে হংকং। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নিউইয়র্ক ও জেনেভা। স্থানীয় সময় বুধবার (০৮ই জুন) চলতি বছরের মার্চে করা গবেষণার ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইসিএ ইন্টারন্যাশনাল। মূলত বিশ্বব্যাপী ৪৯০টি জায়গায় ভোগ্যপণ্য, জ্বালানি ও পরিবহন খরচ এবং মুদ্রার মান পর্যালোচনা করে ইসিএ।
এছাড়া যুক্তরাজ্যের লন্ডন ও জাপানের টোকিও রয়েছে চতুর্থ ও পঞ্চম স্থানে। ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে ইসরাইলের শহর তেলআবিব। সুইজারল্যান্ডের শহর জুরিচ। চীনের সাংহাই ও গুয়াংজু এবং দক্ষিণ কোরিয়ার শহর সিউল।
বাড়িভাড়া, পেট্রোল ও নিত্যপণ্যের দাম উলেখযোগ্য হারে বাড়লেও সিঙ্গাপুর রয়েছে ১৩তম অবস্থানেই। ইসিএ জানায়, জরীপের শেষ দিকে আঞ্চলিক অন্যান্য মুদ্রার বিপরীতে সিঙ্গাপুরের ডলার দুর্বল হওয়ায় এর অবস্থান পরিবর্তন হয়নি।
গবেষণায় দেখা যায়, তালিকার ওপরে থাকা শহরগুলোতে আগের বছরের তুলনায় পেট্রোলের দাম গড়ে ৩৭ শতাংশ বেড়েছে। তালিকার শীর্ষে থাকা হংকংয়ে এক কাপ কফির দাম ৫.২১ ডলার। এক লিটার পেট্রোলের দাম ৩.০৪ ডলার, আর এক কেজি টমেটোর দাম ১১.৫১ ডলার।
অন্যদিকে, সবচেয়ে কম খরচের শহর তুরস্কের রাজধানী আঙ্কারা। যার অবস্থান ২০৭তম স্থানে। তাছাড়া ১২০টি দেশের ২০৭টি শহরের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
Leave a Reply