আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। গত দু’তিন বছরে কালো তালিকাভুক্ত হওয়া ছাপাখানাগুলো এবারও বই ছাপার কাজ পেতে নানাভাবে চেষ্টা করছে। প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি ব্যয়ে কাজ পেতে এবারও সক্রিয় হয়েছে ব্যবসায়ী ‘সিন্ডিকেট’। এ নিয়ে বেকায়দায় পড়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রতিষ্ঠানটি ‘সিন্ডিকেট’ ভেঙে দেয়ার পাশাপাশি অযোগ্য ও নিম্নমানের কাগজে বই ছাপার কারণে শাস্তি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
Leave a Reply