পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে। ঈদুল আজহার ছুটিতে গতকাল শুক্রবার পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।
যা এ পর্যন্ত একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে গতকাল শুক্রবার ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেতু পার হওয়া যানবাহন থেকে এসব টোল আদায় করা হয়।
সেতু সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি। এতে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। একই সময় জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পারি দিয়ে ১২ হাজার ৫৬টি যানবাহন। যা থেকে টোল আদায় হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।
Leave a Reply