1. admin@bomkesh.news : অ্যাডমিন :
সোমবার, ২৯ মে ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন

দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা ঈশ্বরদী তে

  • আপডেট সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৪৭ বার পঠিত

আজ সোমবার পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বিরাজমান তাপমাত্রা আরও প্রকটভাবে অনুভূত হচ্ছে বাতাসে আর্দ্রতা কম থাকায়।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃষ্টিপাত না হওয়ায় এপ্রিল মাসের শুরু থেকে তাপমাত্রা হালকা, মাঝারি ও তীব্র থেকে তীব্রতার হচ্ছে। প্রতিদিনই ঈশ্বরদীর তাপমাত্রা বাড়ছে। এর মধ্যে এপ্রিলের ৭ তারিখ থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। ৭ এপ্রিল ঈশ্বরদী উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৮ এপ্রিল ৩৭.৬ ডিগ্রি, ৯ এপ্রিল ৩৮ ডিগ্রি, ১০ এপ্রিল ৩৮.৩ ডিগ্রি, ১১ এপ্রিল ৩৮.৬ ডিগ্রি, ১২ এপ্রিল ৩৯.৩ ডিগ্রি, ১৩ এপ্রিল ৩৫.৫ ডিগ্রি, ১৪ এপ্রিল ৪০.৮ ডিগ্রি, ১৫ এপ্রিল ৪১.২ ডিগ্রি এবং ১৬ এপ্রিল ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একদিনের ব্যবধানে ২ ডিগ্রি বেড়ে আজ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারে কর্মরত আবহাওয়া সহকারী হেলাল উদ্দিন জানান, বর্তমানে ঈশ্বরদীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। তীব্র তাপের কারণে সূর্যের আলো তির্যকভাবে শরীরে অনুভূত হচ্ছে।

হেলাল উদ্দিন আরও জানান, ৪৩ ডিগ্রি তাপমাত্রা ঈশ্বরদীর স্মরণকালের উল্লেখযোগ্য তাপমাত্রা, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে। গত বছর ২৫ এপ্রিল ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বৃষ্টি না হওয়া পর্যন্ত আপাতত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Bomkesh.News
Theme Customized By Shakil IT Park