কয়েক সপ্তাহের জোরাল গুঞ্জন হলো সত্যি। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ক্লাবহীন হয়ে পড়া আনহেল ডি মারিয়াকে দলে টানল জুভেন্টাস। আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে এক বছরের চুক্তির বিষয়টি শুক্রবার (৮ জুলাই) নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।
রিয়াল মাদ্রিদে সফল চারটি মৌসুম কাটিয়ে ২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পা রাখেন ডি মারিয়া।
সময়টা সেখানে তার কাটেনি প্রত্যাশা অনুযায়ী। পরের বছরই তিনি যোগ দেন পিএসজিতে। প্যারিসের দলটিতে অল্প সময়েই তিনি হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ সদস্য। সেখানে সাত বছরে পাঁচটি লিগ ওয়ানসহ অনেক শিরোপার স্বাদ পান ডি মারিয়া।
তবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া দলটি মাঝমাঠে নতুন শক্তি যোগ করার ভাবনায় ৩৪ বছর বয়সী এই তারকার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। ফলে চলতি বছরের জুনের পর থেকে দলবিহীন হয়ে পড়েন তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ডি মারিয়া মূলত অ্যাটাকিং মিডফিল্ডার। আক্রমণ গড়ার পাশাপাশি গোল করাতেও দারুণ পটু তিনি।
Leave a Reply