বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের প্রডিউসর আব্দুল বারী কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহীদ নাজমুল চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু ও প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ বক্তব্য রাখেন।
এছাড়া ইউপি চেয়ারম্যান সেলিম রেজাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দূর্বৃত্তদের হাতে নিহত আব্দুল বারী হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়। ঘাতকদের দ্রুত গ্রেফতার না করলে বৃহত্তর কর্মসূচী ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য, বুধবার সকালে রাজধানী ঢাকার গুলশানে থানার হাতিরঝিল এলাকায় রাস্তার পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের আব্দুল্লাহ সেখের ছেলে, তিনি ডিবিসি নিউজের প্রযোজক হিসেবে কর্মরত ছিলেন। এ নির্মম হত্যাকান্ডে জড়িত কাউকে এখনও গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।
Leave a Reply