সীমান্ত জেলা কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। জেলার রাজারহাট উপজেলায় বর্তমান সময়ে বস্তায় আদা চাষ ব্যাপক সাড়া ফেলেছে। এই পদ্ধতিতে আদার চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। আবার লাভের আশায় অনেকেই করছেন বস্তায় আদা চাষ।
উপজেলার কৃষি অফিস জানায়, যাদের চাষের জমি নেই তারাও ইচ্ছে করলে সুবিধাজনক জায়গায় বস্তায় করে আদা চাষ করতে পারেন। প্রতিটি বস্তায় একটি করে বীজ রোপণ করে ২-৩ কেজি পর্যন্ত আদা পাওয়া যায়।
কৃষক বিধান চন্দ্র রায় বলেন, বস্তায় আদার চাষ করে পরিবারের চাহিদা মিটাতে পারছি। গত মৌসুমে আমি ৫০টি বস্তায় আদার চাষ করেছিলাম। সেবার ফলনও বেশ ভালো হয়েছিল। আগামীতে আরও বেশি বস্তায় আদা চাষের পরিকল্পনা আছে।
উপজেলার কৃষি অফিসার শম্পা আক্তার বলেন, আদা চাষ করে নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা যায়। উপজেলায় আদা চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে কৃষকদের বিভিন্ন ধরণের পরামর্শ দেওয়া হচ্ছে।
Leave a Reply