1. admin@bomkesh.news : অ্যাডমিন :
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন

ছেলেকে নিয়ে গর্বিত নন ইলন মাস্কের বাবা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১১৭ বার পঠিত

সন্তান বিলিয়নিয়ার হলেও তাকে নিয়ে গর্ব করেন না বলে জানালেন ইলন মাস্কের বাবা ইরল মাস্ক। সোমবার (১ আগস্ট) একটি অস্ট্রেলিয়ান রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এ মনোভাবের কথা জানান ইরল মাস্ক।

কাইল অ্যান্ড জ্যাকি ও শো’র ২০ মিনিটের ওই সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেন ইরল মাস্ক। এ সময় উঠে আসে ইলনের ছোটভাই কিম্বালের প্রসঙ্গও। ইলনকে নিয়ে গর্বিত কিনা এমন প্রশ্নের জবাবে ইরল বলেন, না আমরা এমন একটা পরিবার, যার নানা ধরনের কার্যকলাপের লম্বা ইতিহাস আছে। এমন না যে আমরা হুট করে কিছু একটা করা শুরু করেছি।

৭৬ বছর বয়সী ইরল বলেন, ছোটবেলা থেকেই বাবার সঙ্গে তিন ভাইবোন- ইলন, কিম্বাল, ও টোসকা দেশবিদেশ ঘুরে বেড়িয়েছেন। তারা অনেক কিছু দেখেছে, আমরা একসঙ্গে অনেক কিছু করেছি। কিন্তু ইলন আসলে সে সীমা ছাড়িয়ে গেছে।

ইরল মাস্ক জানান, ইলন মাস্ক কখনো নিজের কাজ নিয়ে বেশি খুশি ছিলেন না। কারণ কোম্পানির কাজ বিষয়ে ইলন সবসময় ভাবেন তিনি নির্ধারিত সময়সূচির পেছনে পড়ে গেছেন। ইরল মনে করেন, ইলন ভাবে আজকের সাফল্য আরও পাঁচ বছর আগে অর্জন করা উচিত ছিল।

ইলন মাস্ক তিনবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী জাস্টিন উইলসন ও অভিনেত্রী টালুলাহ রাইলি’র সঙ্গে দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার সন্তানের সংখ্যা নয়জন। এছাড়া সঙ্গীতশিল্পী গ্রাইমস, অভিনেত্রী অ্যাম্বার হার্ডসহ আরও অনেক সেলিব্রিটির সঙ্গে সম্পর্ক ছিল টেসলা ও স্পেসএক্স প্রতিষ্ঠাতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Bomkesh.News
Theme Customized By Shakil IT Park