গতকাল এজবাস্টনে জো রুটের বলে আউট হওয়ার আগে মাত্র ১১১ বলে ১৪৬ রান করেছেন পন্ত। তাতে ভারতের বিপদ কেটেছে তো বটেই, টেস্টে ভারতের উইকেটকিপারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়া হয়ে গেছে এই বাঁহাতির। ৮৯ বলে শতক তুলে নিয়েছিলেন পন্ত। তাঁর আগে রেকর্ডটি ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে।
২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৯৩ বলে শতক তুলে নেন ধোনি। শুধু ধোনিই নন, এই শতক তুলে নেওয়ার পথে তর্কযোগ্যভাবে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও এক জায়গায় পেছনে ফেলেছেন এই তরুণ। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে দ্রুততম ১০০ ছক্কা মারার রেকর্ড এখন পন্তের, আগে রেকর্ডটি টেন্ডুলকারের ছিল।
বেশ কিছুদিন ধরেই আলোচনায় ইংল্যান্ডের টেস্ট দলের বদলে যাওয়া। নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীন জনি বেয়ারস্টো-বেন স্টোকসরা যেভাবে নিউজিল্যান্ডকে কিছুদিন আগেই কচুকাটা করেছেন, প্রতি-আক্রমণের নজির গড়েছেন, তা চোখ কপালে তুলে দিয়েছে সবার। ভারতের বিপক্ষেও আক্রমণাত্মক মানসিকতায় বদল আসবে না, জোর গলায় জানিয়ে দিয়েছিলেন দলটার নতুন টেস্ট অধিনায়ক স্টোকস।
Leave a Reply