1. admin@bomkesh.news : admin :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ন

চীন-রাশিয়া প্রথম সড়ক সেতু চালু

  • আপডেট সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৩০ বার পঠিত

রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়েছে। শুক্রবার এই সেতুটি চালু হয়। ইউক্রেনে রুশ আক্রমণ নিয়ে পশ্চিমাদের মোকাবিলায় মস্কো যখন এশিয়ার দিকে ঝুঁকছে তখন এই সেতুটি চালু হলো।

জানা যায়, প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটি আমুর নদীতে তৈরি করা হয়েছে। এই সেতুর মাধ্যমে রাশিয়ার ব্লাগোভেসচেনস্ক শহরের সঙ্গে চীনের উত্তরাঞ্চলীয় শহর হেইহে সংযুক্ত হলো। দুই বছর আগে সেতুটির নির্মাণকাজ সমাপ্ত হয়। তবে করোনা ভাইরাস মহামারির কারণে এটির উদ্বোধন করা হয়নি।

শুক্রবার ব্লাগোভেসচেনস্কতে একটি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় প্রথম ট্রাককে আতশবাজি পুড়িয়ে স্বাগত জানানো হয়। সেতুটিতে যান চলাচলের জন্য দুটি লেন রয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার। শীতল যুদ্ধের সময় বিরোধপূর্ণ অবস্হানে থাকলেও সম্প্রতি মস্কো ও বেইজিং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়েছে। উভয় দেশই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় পালটা ভারসাম্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে এই সহযোগিতাকে বিবেচনা করে থাকে।

রাশিয়া ও চীনের ৪ হাজার ২৫৯ কিলোমিটার সীমান্ত রয়েছে। ১৯৮০ দশকের শেষ দিকে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর দেশ দুটির বাণিজ্য বেড়েছে। তবে পরিবহন অবকাঠামোর ঘাটতির কারণে বাণিজ্য বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Bomkesh.News
Theme Customized By Shakil IT Park