ঢাকা জেলায় সাভারের আশুলিয়ায় ছাত্র নামধারী বখাটে মাস্তানের প্রহারে নিহত অধ্যাপক উৎপল কুমার সরকার ও নড়াইলের ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশ ও প্রশাসনের ব্যক্তিদের সামনে গলায় জুতার মালা পড়িয়ে তাঁকে লাঞ্ছিত করার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ ০২ জুলাই ২০২২, বিকেল ৪.৩০ মি: চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাকশিস, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম ও সদস্য সচিব অধ্যাপক কাজী মাহবুবুর রহমান প্রতিটি কলেজ থেকে দলে দলে সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত হয়ে শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আহবান জানান।
Leave a Reply