শুক্রবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩টা ২০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়। তার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়া শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে রাত ৩ টা ২০মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানাবেন চিকিৎসকরা।
Leave a Reply