করোনাভাইরাসের ছোবল থেকে বাঁচতে পারলেন না ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিও! ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু আগেই প্রকাশ্যে এল সেই খবর। জানা গেছে, মালদ্বীপ থেকে ভারতে ফেরার পরই কোভিড আক্রান্ত হন ভারতের প্রাক্তন এই অধিনায়ক।
আগামী ১ জুলাই থেকে পাঁচদিনের ক্রিকেটে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে খেলার জন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে গোটা দল। নেটে ঘাম ঝরাচ্ছেন কোহলিও। ফর্মে ফিরতে মরিয়া তিনি। কিন্তু এরই মধ্যে শোনা গেল, সম্প্রতি করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি।
দেশের মাটিতে ভারত যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছিল, তখন সপরিবারে বিরাট কোহলি ছুটি কাটাচ্ছিলেন মালদ্বীপে। সেখানকার বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আনুশকা ও বিরাট কোহলি। দেশে ফিরেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন তারা।
Leave a Reply