নিজ সংসদীয় এলাকার ইউনিয়ন পর্যায়ে ৩০ লাখ টাকা করে খরচ করতে পারবেন সংসদ সদস্যরা (এমপি)। ২০২১-২২ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রত্যেক সংসদ সদস্যকে দেওয়া হচ্ছে এই অর্থ। ৩০ লাখ টাকা করে ৩০০ সংসদ সদস্য পাচ্ছেন মোট ৯০ কোটি টাকা। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে ওই অর্থ খরচ করে অগ্রগতি সম্পর্কে স্থানীয় সরকার বিভাগকে অবগত করতে হবে। এরই মধ্যে গত ১ জুন স্থানীয় সরকার বিভাগ থেকে ৩৬ জন সংসদ সদস্যকে এ খাতের অর্থ ছাড় দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্য সব এমপিও এই অর্থ পাবেন বলে জানা গেছে। করোনাসহ অন্যান্য প্রাকৃতিক দুযোগ মোকাবিলায় এই টাকা খরচ করবেন তারা। এমনটাই বলা হচ্ছে।
ইউনিয়ন পর্যায়ে খরচের জন্য আইনপ্রণেতাদের এ ধরনের অর্থ বরাদ্দ এবারই প্রথম বলে জানান সংশ্লিষ্টরা। ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ শীর্ষক খাত থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট চিঠিপত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের উপসচিব (ইউপি-২ শাখা) মো. আকবর হোসেন গতকাল সোমবার বলেন, ‘স্থানীয় সরকারমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এ খাতে সংসদ সদস্যদের প্রত্যেককে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ প্রাকৃতিক দুর্যোগ ও কভিড-১৯ মোকাবিলায় ব্যয় করবে।’
Leave a Reply