আগামী ২০২২-২৩ অর্থবছরে শিক্ষায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থবছরে সাড়ে ৮০ হাজার কোটি টাকার বেশি বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এ তিন মন্ত্রণালয়-বিভাগে মোট বরাদ্দ ছিলো ৬৭ হাজার ৭৩৭ কোটি টাকা।
আগামীকাল বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব চূড়ান্ত সরকার করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিক্ষাবিদ ও শিক্ষকরা বলছেন, শিক্ষা খাতে করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে উঠতে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার জন্য আগামী বাজেটে পর্যাপ্ত বিনিয়োগ দরকার। প্রায় দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরে ঝরে পড়া, শিশু শ্রম বেড়ে যাওয়া, বাল্যবিবাহ, অপুষ্টির ঝুঁকি তৈরি হয়েছে। এসব থেকে উত্তরণে স্বল্প ও দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপ নিতে হবে।
Leave a Reply