যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ফিলিপাইন সাগরে যৌথ নৌ মহড়া শেষ করার একদিন পরেই আটটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় রোববার (৫ জুন) এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সমুদ্রের দিকে আটটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। জাপান সরকারও বিষয়টি নিশ্চিত করেছে।
Leave a Reply