যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে কর্মক্ষেত্রে সপ্তাহে তিন দিন ছুটি ও চার দিন কাজ করার সুযোগ চালু হয়েছে। দেশটির হাজারো কর্মী গতকাল সোমবার থেকে এই কাজ শুরু করে দিয়েছেন। তবে সপ্তাহে চার দিন কাজ করার কারণে কর্মীদের কোনো বেতন কমানো হবে না।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই কর্মপদ্ধতির আওতায় কর্মীরা ছয় মাস ধরে সপ্তাহে চার দিন কাজ করবেন। আপাতত দেশটির ৭০টি কোম্পানিতে কর্মরত ৩ হাজার ৩০০ কর্মী এই সুযোগ পাচ্ছেন। আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে রেস্তোরাঁও রয়েছে এই প্রতিষ্ঠানের তালিকায়।
এই সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় কর্মক্ষেত্রে ৮০ শতাংশ কম সময় দিয়েও কর্মীরা বেতনের শতভাগ অর্থই পাবেন। তবে স্বাভাবিক সময়ের মতোই কর্মোৎপাদনশীলতা তাঁদের বজায় রাখতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, কেমব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি ও বোস্টন কলেজের গবেষকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এই প্রকল্প অলাভজনক কমিউনিটি ফোর ডে উইক গ্লোবাল ও ফোর ডে উইক ইউকে ক্যাম্পেইন পরিচালনা করছে।
Leave a Reply