1. admin@bomkesh.news : অ্যাডমিন :
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৪৫ পূর্বাহ্ন

আজ ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু

  • আপডেট সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১১৫ বার পঠিত

ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমন ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে তাকে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে শপথবাক্য পাঠ করাবেন। এরপর নতুন রাষ্ট্রপতিকে ২১ বন্দুকের স্যালুট দেওয়া হবে। থাকবে রাষ্ট্রপতির ভাষণ।

বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ব্য জয়ী হন মুর্মু। তিনি ভারতের ইতিহাসে প্রথম আদিবাসী নারী হিসেবে রাষ্ট্রপতির পদে বসতে যাচ্ছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি একটি ঐতিহ্যবাহী সাঁওতালি শাড়ি পরতে পারেন বলে শোনা যাচ্ছে।

অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যের গভর্নর, সব রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী, কূটনৈতিক মিশনের প্রধান এবং সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। সংসদের কেন্দ্রীয় হলে অনুষ্ঠানের পর নিজের কনভয় নিয়ে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা হবেন দ্রৌপদী মুর্মু। সেখানে তাকে ইন্টার সার্ভিস গার্ড অব অনার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Bomkesh.News
Theme Customized By Shakil IT Park