1. admin@bomkesh.news : অ্যাডমিন :
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৩১ পূর্বাহ্ন

আকাশপথে নতুন কৌশল অবলম্বন করছেন রুশ বিমানবাহিনী

  • আপডেট সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৭১ বার পঠিত

ইউক্রেনে হামলা চালাতে আকাশ পথে নতুন এক কৌশল অবলম্বন করছেন রুশ বিমানবাহিনীর পাইলটরা।
রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একাধিক ভিডিওতে হেলিকপ্টারের পাইলটদের ভিন্ন এ কৌশলে হামলা চালাতে দেখা গেছে। খবর বিবিসির।
নতুন কৌশলে হেলিকপ্টারের সামনের অংশ আকাশের দিকে কিছুটা তুলে ধরা হচ্ছে। তার পর ছোড়া হচ্ছে রকেট।

পাইলটদের নতুন এ কৌশল সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, সামনের অংশ উঁচিয়ে হামলা চালানোয় রকেটগুলো আকাশের দিকে ছুটে যাচ্ছে। এর ফলে সেগুলো তুলনামূলক বেশি দূরে গিয়ে পড়ছে। একইভাবে কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়।

সমরবিদরা বলছেন, হেলিকপ্টারের পাইলটদের এ কৌশল মূলত প্রতিরক্ষামূলক। প্রতিপক্ষের সেনাদের হামলার আওতার বাইরে থাকতেই তারা বেশি দূরত্বে থেকে লক্ষ্যবস্তুতে রকেট হামলা চালাচ্ছেন।
হামলায় ব্যবহৃত হেলিকপ্টারগুলোর নাম কেএ-৫২ ‘অ্যালিগেটর’। এসব হেলিকপ্টার ভূমিতে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুতে আনগাইডেড রকেটের মাধ্যমে হামলা চালাতে পারে।

আনগাইডেড রকেট ব্যবহারের ফলে কোনো লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুলভাবে হামলা চালাতে পারে না কেএ-৫২ অ্যালিগেটর হেলিকপ্টারগুলো।
এর মধ্যে আবার সামনের অংশ উঁচিয়ে রকেট ছোড়ায় লক্ষ্যবস্তু পাইলটের চোখের একেবারে আড়ালে চলে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে তারা নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হবেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Bomkesh.News
Theme Customized By Shakil IT Park